২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:১৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:১৬ অপরাহ্ণ

অমর একুশ জানাই তোমায় সালাম

     

ডাঃ বরুণ কুমার আচার্য বলাই

একুশ হল রক্তে ভেজা ভাষা শহীদদের সংগ্রাম
একুশ হল সালাম বরকত রফিক জব্বারের প্রাণের দাম
একুশ হল বাংলাদেশের কোটি মানুষের অহংকার
একুশ হল মাতৃভাষাকে রক্ষা করার অঙ্গীকার।

একুশ হল ভাষা আন্দোলনের প্রথম লগ্নের সূচনা
একুশ হল মুক্তি সংগ্রামের পথে প্রাথমিক বীজ বুনা
একুশ হল ভাষার জন্য বিসর্জন দেওয়া প্রথম বলিদান
একুশ হল ভোরবেলা খালি পায়ে হাঁটা প্রভাত ফেরির গান।

একুশ হল ৫২’র ভাষা আন্দোলনের পরিচয়
একুশ হল সবার চেতনা মানছে বিশ্বময়
একুশ হল বীর বাঙ্গালীর রক্তে ধোয়া যন্ত্রণা
একুশহল সেই একুশ-যাদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল
“রাষ্ট্রভাষা বাংলা ছাড়া উর্দূ হবে না”।

একুশ হল যৌবন প্রাণে তেজে উঠা সেই রক্ত
একুশ হল মাতৃভাষাকে ছিনিয়ে আনার অক্ত
একুশ হল শপথ নেওয়া শাণিত ছুরির ধার
অমর একুশ জানাই তোমার সালাম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply