২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৫৪/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ

বিলায় আলোর কিরণ

     

মো. আলী আশরাফ খান

তুমি দীর্ঘতম দুর্গম পথ পেরিয়ে
যে বৃক্ষের ছায়াতলে এসে পৌঁছলে,
যার সুশীতল মায়াময় বায়ুতে ভুলে গেলে
ক্ষত-বিক্ষত যন্ত্রণাময় আবরণ।

ওই পথের বাঁকে শুষ্ক বালুকাময় ভূমে
বপিত প্রাণের পরিচর্যায় ফুটেছিল যে ফুল,
সুবাসে মৌতাত তুমি ভাবনি একবার
কে মরুপ্রান্তরে অসাধ্যকে করেছেন সাধন;
যে যেমন ফুল ছিঁড়ে করছ আঘাত যখন তখন!

আহ! পুষ্পবাগেরও নেই কোন শাসন-বারণ
তবুও বোধদয় হয়নি এ অবস্থানের অবদান
কোন এক সাধকের অবিরাম চেষ্টার ফসল।
যে ভাবের সাধক করেছে অসংখ্য বাগান সৃজন
সে কেবল-ই পেয়েছে অবহেলা-অনাদর
তবুও সে ক্ষুধিত-তৃষ্ণার্তদের বিলায় আলোর কিরণ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply