২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:০৯/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের আলোচনা সভা

     

মহান বিজয় দিবস স্মরণে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের এক আলোচনা সভা  ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আবদুর রশিদ খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জেলা রেডক্রিসেন্টের কার্যনির্বাহী বেদারুল আলম চৌধুরী বেদার, মোস্তাফিজুর রহমান, কাজী আবদুল হাই, এড. সাইফুন নাহার খুশি, ডাঃ ছাদেকুর রহমান, নিবেন্দু বিকাশ চৌধুরী, অধ্যাপক আবু ছগির, আসিফ ইকবাল, অচিন্ত্য কুমার দাশ, প্রাণেশ বড়ুয়া, রেবা বড়ুয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহান বিজয় দিবস আমাদরর জাতিসত্ত্বার পরিচয়ের ঠিকানা। আমরা পৃথিবীর ইতিহাসে একমাত্র জাতি যাদের আছে ভাষা দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবস। আর আমরা জাতির জনক বঙ্গবন্ধুর মত বিশ্ববরেণ্য নেতা পেয়েছি। এই মহান নেতার নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজকের এইদিনে জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্ধা জানানো হয়। সভার শুরুতে সদ্য প্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি  এ.বি.এম. মহিউদ্দীন চৌধুরীরর প্রতি সন্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply