১৮ মে ২০২৪ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:০৯/ শনিবার
মে ১৮, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ

গাজীপুরে আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে দুই গ্রুপে হাতাহাতি

     

গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে দুই গ্রুপে হাতাহাতি হয়েছে।

২৯ অক্টোবর শনিবার বিকেলে মহানগরীর দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেতা-কর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এ সময় ১৫ জন আহত হয়েছেন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংসদ রহমত আলী, সাংসদ সিমিন হোসেন রিমি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার নওফেল আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয় প্রমুখ।

আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম জানান, সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনতন্ত্রের পরিপন্থী। সভা চলাকালে দুর্জয় গ্রুপের নেতা-কর্মীরা ওই কমিটি বাতিলের দাবি জানাতে জড়ো হন। তখন সবুজ গ্রুপের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করলে হাতাহাতি হয়।

ঘটনার সময় আশপাশের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন। রাজবাড়ি রোডে বিঘিœত হয় যান চলাচল।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা হট্টগোল শুরু করলে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply