১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:৩৭/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ

লামায় মায়ানমারের এক নাগরিক আটক

     

 

মোঃ ফরিদ উদ্দীন, লামা প্রতিনিধি:

অবৈধ অনুপ্রবেশ করায় বান্দরবানের লামা উপজেলায় ওয়েবুং হ্লা মার্মা (৪২) নামে এক মায়ানমারের নাগরিককে আটক করা হয়েছে। সোমবার লামা পৌরসভার ৯নং ওয়ার্ডে হরিণঝিরি নামক এলাকা বৌদ্ধ বিহার থেকে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। ওয়েবুংহ্লা মার্মা মিয়ানমারের রাখাইন প্রদেশের ক্যতর¯্রােত জেলার পাওয়ারা থানার পাওয়ারা গ্রামের বাসিন্দা মৃত মংচিংছা মার্মার ছেলে বলে জানা গেছে।
সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে লামা উপজেলায় পৌরসভার হরিণঝিরি গ্রামে ওয়েবুংহ্লা মার্মা বৌদ্ধ বিহারে ভান্তে পরিচয়ে অবৈধভাবে বসবাস করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে চম্পাতলী সাব-জোনের সেনাবাহিনী সদস্যরা বিকাল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। এব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেন বলেন, বৈধ কোন কাগজপত্র ব্যতিত ও অবস্থান করার অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বান্দরবানে প্রেরণ করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply