২০ মে ২০২৪ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:১১/ সোমবার
মে ২০, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মন্ডপে মন্ডপে শেখ হাসিনার শারদ শুভেচ্ছা জানান ব্যারিষ্টার নওফেল

     

চট্টগ্রামের মন্ডপে মন্ডপে শেখ হাসিনার ‘শারদ শুভেচ্ছা’ নিয়ে ব্যারিষ্টার নওফেল। শারদীয় দূর্গাউৎসবের মহানবমীর অনুষ্ঠানে চট্টগ্রামের পূজা মন্ডপগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শারদ শুভেচ্ছা’ পৌছে দিয়েছেন ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।দেশের সর্বপ্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ালীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসময় পূজা মন্ডপগুলো পরিদর্শন করে সনাতন ধর্মের সকলকে ধর্মনিরেপেক্ষতাবাদে বিশ্বাসী রাজনৈতিক সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসীনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার অনুরোধ করেন। জে.এম সেন লেইন দুর্গা পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ(জে.এম সেন লেইন),হাজারী লেইন দুর্গা উৎসব উদযাপন পরিষদ, মনহরহালী দুর্গা পূজা উদযাপন পরিষদ, শাপলা সংঘ( বকশিহাট) রাম ঠাকুর মন্দির ( কোরবানিগঞ্জ),হাবিব ম্যানসন পূজা উদযাপন পরিষদ( খাতুনগঞ্জ),সদরঘাট কালী মন্দির, নন্দনকানন লোকনাথ মন্দির(পাল ভবন) পূজা উদযাপন পরিষদ,দেওয়ানঞ্জি পুকুরপাড় পূজ উদযাপন পরিষদ,চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদযাপন পরিষদ(কুসুমকুমারি স্কুল),রাজাপুর লেইন দুর্গা পূজা উদযাপন পরিষদ,মোমিন রোড-জামালখান পূজা উদযাপন পরিষদ(চেরাগীপাহাড়) ও পূজামন্ডপে পরিদর্শন করে সনাতন ধর্মীয় নেতাদের সাথে সাক্ষাত ও কুশল বিনিময় করেন। পূজামন্ডপ পরিদর্শন কালে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, অসুরের অশুভ শক্তি থেকে বাঙ্গালী জাতিকে বাঁচাতে হবে।অসুরের উপর ভর করে বাঙ্গালী জাতিয়তাবাদকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে জানিয়ে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমরা যে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে এ দেশের মানচিত্র আর পতাকা জয় করেছি তাতে এদেশের ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি পরাজিত হয়েছিল।স্বাধীনতার পরবর্তী সময়গুলোত দেশী বিদেশী নানা চক্রান্তের মাধ্যমে এ দেশে ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তির পুনর্জাগরণ হয়েছে।আর অশুভ এ শক্তি বর্তমানে আরো বেশী শক্তিশালী হয়ে স্বাধীনতার মহত উদ্দেশ্য এবং লক্ষ্যকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।ধর্মনিরেপেক্ষতাবাদে বিশ্বাসী বাঙ্গালী জাতির মধ্যে উগ্র সাম্প্রদায়িক চেতনার অনুপ্রবেশ ঘটিয়ে বাংলার ১৬ কোটি মানুষের সাম্য সম্প্রীতির বন্ধনকে আজ যোজন যোজন দূরত্বে নিয়ে যাচ্ছে।দেশের অভ্যন্তরে ধর্মকে পুঁজি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা হচ্ছে যাতে করে বাঙ্গালীর স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের মূল চেতনা সম্পূর্ণরূপে উৎখাত করা যায়। এসময় ব্যারিষ্ট্যার নওফেল আরো বলেন, কেবল শেখ হাসিনার মতো একজন মানবতাবাদী নেত্রীর কঠোর সংগ্রাম ধৈর্য্য আর নেতৃত্বের কারনে সাম্প্রদায়িক গোষ্টি বারবার পরাজিত হচ্ছে।ধর্ম বর্ন নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর জন্য আপনারা প্রার্থনা করুন।প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে সূদুর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আপনাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার ‘শারদ শুভেচ্ছা’ জ্ঞাপন করেছেন।আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সম্প্রীতির এই শুভেচ্ছা বানী আপনাদের মাঝে পৌছে দিতে এসেছি। বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর জহুর লাল হাজারী,কাউন্সিলর নিলু নাগ,কাউন্সিলর হারুন অর রশিদ,আওয়ামী লীগ নেতা শান্তি সওদাগর,আব্দুল্লাহ আল মামুন,আরশেদুল আলম বাচ্চু,হাবিবুর রহমান তারেক,আজিজুর রহমান আজিজ, ফরহাদুল ইসলাম রিন্টু নুরুল আজিম রনি,রাজেশ বড়ুয়া,মিথুন মল্লিক,নাদিম উদ্দিন,ইয়াসিন আরাফাত কচি,ফজলে রাব্বী সুজন,জয়নাল উদ্দিন জাহেদ,মইনুল হোসেন শিমুল,গোলাম সামদানী জনি,খোর্শেদ আলম মানিক,আবুল মনসুর টিটু রাহুল দাশ,কালাচাঁদ ভট্টাচার্য সীমান্ত সহ প্রমুখ

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply