২০ মে ২০২৪ / ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:১২/ সোমবার
মে ২০, ২০২৪ ৩:১২ পূর্বাহ্ণ

চুয়াডাঙ্গার দামুড়হুদা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভাতাভোগীদের সাথে মতবিনিময়কালে এমপি টগর

     

 

 

হাফিজুর রহমান কাজল

‘ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য’ এ শ্লোগানকে সামনে রেখে দেশে অব্যাহত রয়েছে উন্নয়নমূলক কার্যক্রম। সে সাথে ভিক্ষুকমুক্ত দেশ গঠনে নিরলসভাবে কাজ করছে সরকার। গরীব-দুঃখী, দুস্থ ও ভিখারিদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসন করা হয়েছে। প্রদান করা হয়েছে অর্থসহ নানা উপকরণ। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন এলাকায় প্রায় ১ হাজার ৮শ জনকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে সরকার পাশে দাড়িয়েছে। দারিদ্র দূরীকরণে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন মুক্ত মঞ্চে অনুষ্ঠিত ইউনিয়নের সকল ভাতাভোগীর সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধুর উদ্বাত্ত আহ্বানে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পরেছিলো বাংলার দামাল ছেলেরা। ৯ মাস লড়াইয়ের বিনিময়ে পেয়েছিলাম আজকের স্বাধীনতা। স্বাধীনতার সেই মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন, নিরক্ষর, ক্ষুধা, সাম্প্রদায়িক মুক্ত ও ধর্ম নিরপক্ষ বাংলাদেশের। একাত্তরের পরাজিত অপশক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে শেখ মজিবর রহমানকে হত্যার মধ্যদিয়ে সে স্বপ্ন ধুলিশ্বাত করার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে শেখ মজিবর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন নিরন্তর। বাংলাদেশে সব ধর্মের মানুষ আজ সুখে-শান্তিতে কাধে কাধ মিলিয়ে বসবাস করছে। আজ গোটা জাতিকে বিশ্বসভায় মাথা উচু করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব দরবারে বাংলাদেশের নাম মাইল ফলক হয়ে দাড়িয়েছে। ২০০৬ সালে শুরু করা হয় বয়স্কভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা। সেই সাথে দারিদ্রমুক্ত দেশ গঠনে নানামুখী কার্যক্রম শুরু করে সরকার। নির্যাতিত মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বনেতা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সরকার প্রধান গরীব-দুঃখী মানুষের কথা ভাবে, সেই সরকার বারবার ক্ষমতায় আশা দরকার। তাই আসুন জঙ্গিবাদ, সাম্প্রদায়িক অপশক্তিসহ সব ধরনের নৈরাজ্য রুখে দিয়ে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে আ.লীগের পতাকা তলে সমবেত হই। গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। অনুষ্ঠানে মুখ্য আলোচক চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দিন আহমেদ বলেন, সরকার ১৩৬ ধরনের সহায়তা প্রধান কার্যক্রম চলমান রেখেছে। শোচিত-বঞ্চিত ও আশ্রয়হীন মেহনতি মানুষের মাথাগোজার ঠাই করেছে শেখ হাসিনা সরকার। সরকারের সকল কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ বলেন, স্বাধীনতার একুশ বছরেও কোনো সরকার অসহায় মানুষের কথা ভাবেনি। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-দুঃখী মানুষের কষ্ট লাঘবের জন্য কাজ করছেন নিরালসভাবে। তাই আসুন আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নে আ.লীগ সরকার গঠনে এগিয়ে আসি। পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ইউনিয়ন আ.লীগের সভাপতি বরকত আলী, সাধারণ সম্পাদক মুনতাজ আলী। মোখলেসুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম ইনু, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, তমছের আলী, নাসির উদ্দিন, আ.লীগ নেতা মোমিনুল ইসলাম, বড়বলদিয়া বিজিবি কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রহমান, খায়রুল বাসার, আশিক ইকবাল চঞ্চল, হযরত আলী, যুবলীগ নেতা আবু সাঈদ, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিংকু, অপু সরকার, রবিউল ইসলাম প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply