রানা সাত্তার
৬মাসে কোরআনের হাফেজ হলেন আনোয়ারা মুহাম্মদ ওসমান বিন আনিসুর রহমান। তিনি আনোয়ারা থানার আল-জামেয়া আল-আরবীয়া এহ্য়াউল উলুম ও এতিমখানা( প্রকাশ বোয়ালিয়া হোসাইনিয়া নতুন মাদ্রাসা) র হিফজ বিভাগের শিক্ষর্থী।তিনি মাত্র ৬মাসেই পবিত্র কোরআন হিফয শেষ করেন।
এই উপলক্ষে, ৯ ফেব্রুয়ারি (রবিবার) মাদ্রাসা কতৃপক্ষের আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে জামেয়া পরিচালক আল্লামা শাহ্ আবদুল লতিফের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় হিফজ সবক সমাপনী ও শুকরিয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন, হাফেজ জুবায়ের সাহেব , হাফেজ সালমান, হাফেজ ইউছুফ, হাফেজ মাছউদ রহমান মুফতি আবু বকর, মুফতি মোহাম্মদ উল্লাহ সহ মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিশেষে জামেয়া প্রধান সদ্য হাফেজ ওসমান বিন আনিসুর রহমান কে ক্রেষ্ট প্রদান করে অভিনন্দন জানান এবং মুনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।