চট্টগ্রাম প্রতিনিধি
সেবামূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম চক্ষু হাসপাতাল একটি বাংলাদেশের শীর্ষ স্থানীয় চক্ষু হাসপাতাল ও ট্রেনিং সেন্টার।এখান থেকেই প্রতি বছর শত শত ডাক্তার বিভিন্ন কোর্স করে বের হচ্ছেন।
গত ৫ই আগস্ট বিজয়ের মিছিল ও আনন্দ উল্লাস যখন চলছিল ঠিক তার পাশাপাশি দেশ জুড়ে একটি স্বার্থন্বাসী মহল অরাজকতা, লুটপাট, ডাকাতি করছে।ঠিক সেই সুযোগেই ৭আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে একদল সন্ত্রাসী চক্ষু হাসপাতালে আক্রমণ ও লুটপাট চালায়।হাসপাতালের ৪৫বছর বয়সে এই প্রথম সন্ত্রাসী হামলা।
এরই ধারাবাহিকতায় ৮ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে হামলা ও উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ট্রাস্টি আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেনের উপর হামলার প্রতিবাদে হাসপাতাল চত্বরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীসহ সর্বস্তরের শত শত কর্মজীবিদের উদ্যেগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডা.রবিউল হোসেন ও ডাক্তার রাজিব হোসেন অভিযোগ করে বলেন, মো.ওয়াহিদ মালেকের নেতৃত্বে ৩৫/৪০ জনের হামলাকারী হাসপাতাল ক্যাম্পাসে আমার বাসায় প্রবেশ করে হুইল চেয়ার থেকে টেনে তোলে ও শারীরিকভাবে হেনস্থা করে। তারা আমার স্ত্রীর বেড রুমে প্রবেশ করে তাঁর অসুস্থ’ স্ত্রীর গায়ে হাত তোলার পাশাপাশি ২টি মোবাইল সেট, স্বর্ণালংকার,হেয়ারিং মেশিন,নগদ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরো বলেন,যেহেতু এটি একটি আবাসিক হাসপাতাল, এখানে বিভিন্ন কোর্সের ছাত্র,নার্স ও অপারেশন করা রোগী ভর্তি থাকে তারাও এখন ভয়ে আতংকিত হয়ে আছে।এখন এই হাসপাতাল, আমাকে ও আমার পরিবারের লোকজন কে দফায় দফায় প্রান নাশের হুমকি দিয়ে যাচ্ছে। এখন আমরা প্রতিটি মুহুর্ত ভীতিকর পরিস্থিতিতে আছি।এখন আমরা সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তা চাই।
—