২১ মে ২০২৪ / ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:২৪/ মঙ্গলবার
মে ২১, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামে ইমাম হাসান (আ.)’র শাহাদাত বার্ষিকী পালন

     

মওলা নবী (দ.)’র মওলায়তের প্রতিনিধি ও দৌহিত্র, মওলা আলী (আ.) ও জান্নাতি রমণীদের সরদার সায়্যিদা ফাতিমা (আ.)’র প্রথম সন্তান, ইসলামের ৫ম খলিফায়ে রাশেদা, মুসলমানদের অন্যতম সর্বাধিক কল্যাণকামী ব্যক্তিত্ব মওলা ইমাম হাসান (আ.)’র ২৮ সফর ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার শাহাদাত বার্ষিকী।

এই উপলক্ষে আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশের মিডিয়া সেল প্রধান শাহ মিডু এর ব্যবস্থাপনায় কোতোয়ালিস্থ হযরত সুন্দর আলী শাহ’র মাজার আঙিনায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ও চট্টগ্রাম দরবার শরীফের পীর ছাহেব হযরত আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (ম.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মওলানা মোহম্মদ ইকবাল ইউসূফ, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক  এম. আলী হোসেন ও চট্টগ্রাম ওয়াইসিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কাজী মৌলানা মোহাম্মদ আবু সালেহ প্রমুখ।

জানা গেছে,  এ উপলক্ষে রাহে ভান্ডার সিলসিলার পীর ছাহেবের নির্দেশনা মোতাবেক ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরিফ এবং সীতাকুন্ড খানকাহ শরিফ ও তাঁর প্রতিষ্ঠিত সুতানুল আরেফীন ক্যাডেট মাদরাসাতেও বিশেষ মাহফিল ও ফাতেহাখানির আয়োজন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply