৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৩৭/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১:৩৭ পূর্বাহ্ণ

‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন যারা

     

বিশ্ব চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ২০২৩’ ঘোষণা হয়েছে। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই সম্মাননা তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। চলুন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৮০তম গোল্ডেন গ্লোব বিজয়ীর তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

সেরা চলচ্চিত্র (ড্রামা) : দ্য ফেবলম্যানস
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি) : দ্য বাঁশি ইনিশেরিন
সেরা অভিনেত্রী (ড্রামা) : কেট ব্ল্যানচেট (টা)
সেরা অভিনেতা (ড্রামা) : অস্টিন বাটলার (এলভিস)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) : মিশেল ইয়ো (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) : কলিন ফারেল (দ্য বাঁশি ইনিশেরিন)
পার্শ্বচরিত্রের সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) : অ্যাঞ্জেলা বাসেট (ব্ল্যাক প্যান্থার)
পার্শ্বচরিত্রের সেরা অভিনেতা (চলচ্চিত্র) : কে হু কোয়ান (এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স)
সেরা পরিচালক (চলচ্চিত্র) : স্টিভেন স্পিলবার্গ (দ্য ফেবলম্যানস)
সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র) : মার্টিন ম্যাকডোনা (দ্য বাঁশি ইনিশেরিন)
সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন) : গুইলারমো দেল তোরো পিনোকিও
সেরা চলচ্চিত্র (বিদেশি ভাষা) : আর্জেন্টিনা ১৯৮৫
সেরা গান (চলচ্চিত্র) : নাটু নাটু (টিপল আর)
সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : হাউজ অব দ্য ড্রাগন
সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল/কমেডি) : অ্যাবেট এলেমেন্টারি
সেরা টেলিভিশন সিরিজ (অ্যান্থোলজি) : দ্য হোয়াইট লোটাস
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, অ্যান্থোলজি) : অ্যামেন্ডা সেইফ্রিড (দ্য ড্রপআউট)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, অ্যান্থোলজি) : ইভান পিটার্স (ডামার)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, ড্রামা) : জেন্ডায়া (ইফোরিয়া)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, ড্রামা) : কেভিন কসনার (ইয়েলোস্টোন)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি) : কুইন্টা ব্রুনসন (অ্যাবেট এলেমেন্টারি)
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ, মিউজিক্যাল/কমেডি) : জেরেমি অ্যালেন হোয়াইট

উল্লেখ্য, ১৯৪৪ সালে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান শুরু হয়েছিল। আমেকিতা এবং আন্তর্জাতিক ছবির উপরেও এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৬ সাল থেকে টেলিভিশনকেও এই পুরস্কারের আওতায় নিয়ে আসা হয়। সেখানেও সেরা অভিনেতা, অভিনেত্রী, সেরা সিরিজ সহ একাধিক পুরস্কার দেওয়া শুরু হয়।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply