২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:২৮/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১১:২৮ পূর্বাহ্ণ

ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণের ছাত্র সমাবেশে সামাদ

     

উর্ধ্বমুখী শিক্ষা সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করতে হবে

মাদ্রাসা শিক্ষা স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষা করে পৃথক সিলেবাস প্রণয়ন, ধর্মীয় শিক্ষা সংকোচন নীতি পরিহার করে; শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং উর্ধ্বমুখী শিক্ষা সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করতে বলেন, ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ। চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি সম্প্রতি সরকারি কমার্স কলেজ চত্বরে চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্ট শূরা সদস্য কাজী মুহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, সৈয়দ মোহাম্মদ হাসান আল আযহারী, আলমগীর ইসলাম বঈদী, আমির আলী, খোদ্দামুল মুসলেমীন ওমান কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন, সোহেল রেজা, এইচ এম মহিউদ্দিন।

প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান রিয়াদ। সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর রায়হান চৌধুরী ও প্রস্তুতি কমিটির আহয়ক মুহাম্মদ আসিফুর রহমান’র যৌথ সঞ্চালনায় অতিথি ছিলেন সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, ফোরকান কাদেরী, রেজাউল করিম ইয়াছিন, আমির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জহির উদ্দিন, মঈনুদ্দীন মোর্শেদ, হাফেজ জহির, মুহাম্মদ আমির হোসেন সোহেল, মুহাম্মদ মোবারক হোসেন, জুনায়েদ জাকি, ইকরাম রেজা, সাকিব রেজা, হাফেজ ফোরকান, শাহীন রেজা, আলী আজগর, সাজ্জাদুল ইসলাম, আতিকুর রহমান, সাজ্জাদুর রহমান সাব্বির, সাকের রেজা, ইরফান আহমেদ, জোবায়ের হক, আলী আশরাফ রাহিম, মহিউদ্দিন সায়েম, তারেক আজিজ আলমী, জিলক্বদ আলিফ তাওহিদ, শরফুদ্দিন প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply