চট্টগ্রামে মাদকবিরোধী যুব সমাবেশ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইনফো বাংলা ব্যবস্হাপনায় মাদকবিরোধী যুব সমাবেশ নগরীর রীমা কমিউনিটি সেন্টারে ২৮ জানুয়ারি বেলা ৪ টায় আলী আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও সম্পাদক কল্যান চক্রবর্তী পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ডঃ মনজুর উল আমিন চৌধুরী, প্রধান অতিথি ছিলেন,ব্রিটেনিয়া ইউনিভার্সিটি সাবেক উপাচার্য প্রফেসর ডঃ তোফায়েল আহমেদ, প্রধান আলোচক ছিলেন মোঃ মজিবুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সনাক চট্টগ্রাম চ্যাপ্টার রওশন আরা চৌধুরী,চ বি সহকারী অধ্যাপক মাজিয়া খাতান স্মিতা,সজল চৌধুরী, বক্তব্য রাখেন, রাসেল দে ,পলাশ কান্তি নাথ, রিমন মুহুরী, এ্যনি বিশ্বাস পুজা,মিঠু দে,বিপ্লব দাশ,সন্জয় দত্ত,লায়ন জুয়েল আচার্য,লায়ন সুস্মিতা আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ শেষে প্রতিভাবান শিক্ষানবীশ আইনজীবী লায়ন সুস্মিতা আচার্য কে সম্মাননা প্রদান করা হয়।বক্তারা বলেন, মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং করতে হবে।স্ব স্ব পরিবার থেকে মাদকবিরোধী আন্দোলন এবং গণসচেতনতা সৃষ্টি করতে হবে। সরকার বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করা সম্ভব নয়। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।