২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৩/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ৫:১৩ পূর্বাহ্ণ

একমাস বাড়লো চলমান বিধিনিষেধ

     

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। তবে এ সময় খোলা থাকবে সব সরকারি-বেসরকারি অফিস আদালত।

আজ বুধবার ( ১৬ জুন) বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, গণপরিবহণ চলবে আগের মতোই। তবে পর্যটন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান ও সভা-সমাবেশ বন্ধ থাকবে।

 

সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুসারে বিধি নিষেধের মেয়াদের আজ শেষ দিন ছিলো। তবে করোনা পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এ বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সব রকমের গণপরিবহন চলবে বলেও জানানো হয়। এর আগে গত ৩১ মে বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৬ জুন এবং পরে তা ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়। সেই হিসেবে আজ চলমান বিধিনিষেধ শেষ হওয়ার কথা ছিল।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply