১৮ মে ২০২৪ / ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৯/ শনিবার
মে ১৮, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ

ভাসমান পথশিশুদের ক্ষুধা নিবারণে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম

     

করোনার প্রাদুর্ভাবে সমগ্র বিশ্ব পরিস্থিতি স্থীর হয়ে আছে। সরকার কর্তৃক কর্মহীন দরিদ্র পরিবারে খাবার প্রদানসহ স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকলেও বিশেষ করে পথশিশুরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। ভয়ঙ্কর মহাদূর্যোগকালে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবতার স্বার্থে চট্টগ্রাম নগরীর বিভিন্ন রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পথশিশুদের খুঁজে খুঁজে তাদের মুখে দুপুরের খাবার তুলে দেয় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। প্রতিনিয়ত অসহায়, মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী হিসেবে চাউল, ডাল, সবজিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছে এ সংঘঠনটি। সংকট চলাকালীন রেড ক্রিসেন্ট চট্টগ্রামের এসব কার্যক্রম অব্যাহত থাকবে। চলমান মানবিক সহযোগিতার কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম ও সিটি রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম এর তত্ত্বাবধাণে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অদ্য ২২ এপ্রিল নগরীর আন্দরকিল্লা মোড়, লালদিঘী, কোতোয়ালী মোড়, নিউ মার্কেট মোড়, সদরঘাট, সিআরবি, বক্সীবিট, সাব এরিয়া, চেরাগী পাহাড়, ডিসিহীল ও রহমতগঞ্জ এলাকায় যুব স্বেচ্ছাসেবকরা ভাসমান বাসমান পথশিশুদের ক্ষুধা নিবারণের লক্ষ্যে খাবার বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সিনিয়র যুব সদস্য জৌতিময় ধর, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের কার্যকরী পর্ষদ সদস্য শুভ চক্রবর্ত্তীসহ যুব সদস্যরা। অন্যদিকে কোভিড ১৯ প্রতিরোধে প্রতিনিয়ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে যুব স্বেচ্ছাসেবকরা এবং তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও চট্টগ্রাম জেলা কারাগারের প্রবেশপথে ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে কারা কর্তৃপক্ষ ও কয়দী দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা ও জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম চলমান। উল্লেখ্য যে, নিরাপত্তার উপর ভিত্তি করে যুব রেড ক্রিসেন্ট কার্যালয়ের প্রবেশপথে নিয়মিত ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে যুব স্বেচ্ছাসেবকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এতে যুব স্বেচ্ছাসেবক, তাদের পরিবারের সদস্যদের ও জনসাধারণের সু-চিকিৎসা নিশ্চিত করা যায় তার জন্য যে সকল যুব সদস্য ডাক্তার রয়েছে তাদের নিয়ে ইতিমধ্যে একটি মেডিকেল টিম গঠন করা হয়। এসকল ডাক্তার ২৪ ঘণ্টা মোবাইল ফোনের মাধ্যমে যুব সেবকদের পাশাপাশি জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply