১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৪/ রবিবার
মে ১৯, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ

স্বামী পরমানন্দ মহারাজের ৬৫তম আবির্ভাব উৎসব

     

শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের ৬৫তম আবির্ভাব দিবস উপলক্ষে স্বামী পরমানন্দ বেদান্ত ভাবনা কেন্দ্র, বাংলাদেশের উদ্যোগে আবির্ভাব উৎসব ২৫ ডিসেম্বর মঙ্গলবার,সকাল ১০.০০ ঘটিকায় নগরীর বধুশ্রী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। লায়ন বাসুদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে আশীর্বাদ বাণী প্রদান করেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা (প্রণতি মা), উদ্ধোধক ছিলেন স্বামী পরমানন্দ বেদান্ত ভাবনা কেন্দ্র, বাংলাদেশ এর সমন্বয়কারী ও প্রশাসনিক ট্রাইব্যুনালের পি.পি. এডভোকেট কানু রাম শর্ম্মা। কেন্দ্রীয় যুগ্ন সমন্বয়কারী জয়দীপ চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাকঘর চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত, সারদা সংঘ এর সভানেত্রী অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি এড.কেশব চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক এড. প্রণব মজুমদার, কর আইনজীবী সনাতনী পরিষদের সভাপতি লায়ন তপন দত্ত, বাংলাদেশ সনাতনী সমন্বয় ফোরামের সভাপতি ডাঃ নেপাল দাশগুপ্ত, সাংবাদিক কিরণ শর্ম্মা, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী শিক্ষক সুমন চক্রবর্ত্তী, সাংবাদিক হারাধন চৌধুরী, কর আইনজীবী রাজন দাশ, শুকদেব সাহা, অধ্যাপক প্রণব মল্লিক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সানু মজুমদার, অসীম দে, বিশ্বজিত চক্রবর্ত্তী, এড.রঘুমনি, এড.লিটন বিশ্বাস প্রমূখ।
সভায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা শিমলা আচার্য্য, এড. সুমন সুশীল, দিলীপ দাশ, পলাশ আচার্য, অসীম দে প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মনুষ্যত্ব অর্জন হলো আধ্যত্মিকতার পূর্বশর্ত। বিবেক এবং শ্রদ্ধার জাগরণের মাধ্যমে মনুষ্যত্ব অর্জিত হয়। তাই প্রত্যেকটি মানুষকে বিবেকবান এবং শ্রদ্ধাবান হতে হবে। তাহলে সমাজে সাম্য ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। মানব সমাজ হবে সুন্দর।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply