৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:০৯/ বুধবার
মে ৮, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর  দু’টি বৈশাখী কবিতা

     

 

নিজস্ব পরিচয়ে বৈশাখ

পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব

নববর্ষে নবরূপে বাঙালির প্রাণ জাগে।

নেই ভেদাভেদ হিন্দু মুসলিম

সবাই বাঙালি – উৎসব নববর্ষ।

মেলা বসেছে নগরে নগরে

বাঙালির যোগসূত্র নাড়ির টানে

ফিরে আসি আমার নিজস্ব পরিচয়ে।

তারিখ: ০৫/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

 

বৈশাখী রূপ

বৈশাখ এলো  খরতাপে

রুদ্ধশ্বাসে প্রাণ ছোটে।

খা খা  রোদে

হা হা চারদিকে।

গাছে ঝোলে আমের গুটি

তালের পাখা হাতের লাঠি

ঘাম ঝরে দর দর

নেয়ে উঠি বরাবর।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply