২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:৩২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ২:৩২ পূর্বাহ্ণ

মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ- ৯

     

 

তবু তুমি সুখে থাকো

শশীলতা বুকে অনেক ব্যাথা জমা আছে

বুঝবে যেদিন রইবো  না যেদিন পাশে।

ছোট এই বুকটায় রেখেছিলাম আকাশ

সমান ভালোবাসা

বুঝলে না তা  করলে শুধু অবহেলা!

ব্যাথার পাহাড় বুকে নিয়ে গেলাম অজানায়

তবু তুমি সুখে থাকো আমার এই কামনা।

তারিখ: ১৭/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

বিরহ জ্বালায় জ্বলি

স্মৃতির পাহাড় রেখে গেলে আমার বুকে

সইতে পারি না বিরহ জ্বালা- জ্বলি দিবানিশি।

ভালোবাসার বিষের জ্বালা

বুঝতে গেলো জনম বালা

কূল কিনারাহীন দরিয়ায় বেয়ে গেলাম ভেলা

নোঙর হলো না।

বিরহ এমনই জ্বালা

বাড়ে শুধু দহন বেলা।

দেখা না পাইলাম

কাছে না আইলাম

তবু এ জ্বালায় জ্বলি

প্রেম কেলি খেলি।

তারিখ: ১৭/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

তবু পথ চেয়ে আছি

পথ চেয়ে দু’চোখ যায়

তবু সান্ত্বনা পাই

এই পথেই শশীলতা গিয়েছিল।

তার গভীর চোখে যা দেখেছিলাম

মন্ত্রমুগ্ধ করে রেখেছে আমার।

যা দেওয়ার দিয়েছি-

প্রতিদান চাইনি

তবু পথ চেয়ে আছি।

তারিখ: ১৭/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপোতা, যশোর।

যথার্থ করোছো প্রতিবিধান

শশীলতা এ বুকে দিলে ব্যাথা

রক্তরেখায় আঁকলে আলপনা

তবু কি পেলে তোমার সান্ত্বনা

এভাবে আমার করে অবহেলা?

জেনে রেখো শশীলতা,

তুমি আমার ভালোবাসা

যা দিয়েছো তা আমারি দান

যথার্থ করোছো প্রতিবিধান।

তারিখ: ১৭/০৪/২০১৭, বাঁকড়া পাঁচপেতা, যশোর।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply