২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ২:৪১/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

ফটিকছড়ির খিরামে দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারি বিতরণ

     

এম.এস নাজিম, ফটিকছড়ি

ফটিকছড়ি উপজেলার খিরামে দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারী বিতরণ শুরু হয়েছে।
গত বুধবার সকালে উপজেলার খিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কীটনাশক যুক্ত মশারী বিতরণ কার্যক্রম উদ্বোধন হয় ।
এতে উপস্থিত ছিলেন, প্রকল্প এর উপজেলা ম্যানেজার সুজিত বরণ দেওয়ান, কর্মসূচি সংগঠক মোহাম্মদ রিপন হোসেন, স্বাস্থসহকারী আবু তালেব, শহিদুল ইসলাম, ইউ.পি সদস্য ইসহাক, সাংবাদিক শাহনেওয়াজ নাজিম, খায়রুল বশর, কৃষ্ণ নাথ, রাশেদ, স্বাস্থ্য কর্মী বীনা বণিক প্রমুখ।
 ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের অর্থায়নে ও  ব্র্যাকের সহযোগীতায় পরিচালিত “নারী উন্নয়ন শক্তি” সংস্থার উদ্যোগে ফটিকছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নে ৫৩হাজার   দীর্ঘস্থায়ী কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হবে।
এরই ধারাবাহিকতায় ডাঃ শিপকের তত্ত্বাবধানে উপজেলার খিরাম গ্রামে গত ৮মার্চ থেকে ৩দিনে ৩হাজার ৪শত ৫০টি মশারী বিতরণ করা হয়।
ধাপে ধাপে এই এলাকায় ৮হাজার মশারি বিতরণ করা হবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply