২৯ এপ্রিল ২০২৪ / ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১১:৫৪/ সোমবার
এপ্রিল ২৯, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ

সৎ মায়ের নির্যাতনের হাত থেকে বাঁচতে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানার আত্মহত্যা

     

 

ঝিনাইদহ প্রতিনিধি

সৎ মায়ের নির্যাতনের হাত থেকে বাঁচতে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী ফারজানা আক্তার বৃষ্টি (১৩) গত শনিবার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানা পুলিশ গতকাল রোববার দুপুরে নিহত স্কুল ছাত্রী ফারজানা আক্তার বৃষ্টির লাশ উদ্ধার করে ঝিনাইদহ মগে প্রেরণ করেছে।প্রতিবেশীরা জানায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ফারুক হোসেনের মেয়ে বাইলী-মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ফারজানা আক্তার বৃষ্টির সৎ মা প্রায় কারণে অকারনে মেয়েটিতে নির্যাতন করে আসছিলো। শনিবার সন্ধ্যায় মেয়েটিতে মারধর করলে সে মনের দুঃখে নিজের ঘরে গলার ওড়না পেচিয়ে আত্মহত্যা  করে।তেবে ফারজানা আক্তার বৃষ্টির বাবা ফারুক হোসেন থানায় অপমৃত্যুর অভিযোগে বলেছেন আমার মেয়েকে মোবাইল ফোন কিনে না দেওয়ায় সে রাগ করে নিজের ঘরে গিয়ে সন্ধার দিকে গলার ওড়না পেচিয়ে আতœহত্যা করেছে।থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিল্পব জানান, শিশুটির আত্মহত্যা  নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে সে কারনেই শিশুটির লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply