২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১৮/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:১৮ পূর্বাহ্ণ

চিটাগাং মোট্র্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন জাতির জনকের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন করেছে

     

 

 

চিটাগাং মোট্র্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ের সংগঠন সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুর প্রারম্ভে ১৫ই আগষ্ট কাল রাত্রিতে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করে আলোচনা সভার অবতারনা করেন। ইতিহাসের এই কলংঙ্ক দিবসের প্রতি ধিক্কার জানিয়ে বক্তারা বলেন, দূর্বৃত্তরা বাঙ্গালি জাতির জনক, বাঙ্গালির হাজার বছরের শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে নির্মম ভাবে হত্যার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির ইতিহাসকে কলঙ্কিত করেছে। দৃর্বৃত্তরা ১৫ আগষ্ট কালরাত্রিতে কাপুরুষের মত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রায় সকল সদস্যকে নির্মম ভাবে হত্যা করেছিল। শোক দিবসের দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় বক্তারা সম্প্রতি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ে আলোচনা সহ রাস্তা-ঘাটের দূরাবস্থার আশু নিরশনে মাননীয় সিটি মেয়রের দৃষ্টি আকর্ষন করেন। ভ্যাটের নতুন প্রণীত আইনকে ২ বৎসরের জন্য স্থগিত করে পূর্বের আইন বহাল রাখায় এবং চট্টগ্রামের জলাবদ্ধতা নিরশনে ও চট্টগ্রাম উন্ন্য়নে ৬,৫২৫ কোটি টাকা একনেকে পাশ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সভায় বক্তব্য রাখেন মোস্তাক আহমেদ চৌধুরী, আহমেদ হোসাইন, কামাল উদ্দান, মুহাম্মদ ফরিদ উদ্দিন, মো ঃ জানে আলম, আলী আহমেদ শাহিন, কামাল উদ্দিন,আমান উল্লা জাহাঙ্গীর, মোঃ হারুন, হায়দার হোসেন বাদল, প্রবীর কুমার চৌং. মোঃ মহসিন পাশা প্রমুখ।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply