২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ২:১১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ২:১১ পূর্বাহ্ণ

মিনহাজুল কোরআন মাদ্রাসায় ঊনত্রিশ এপ্রিল স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

     

ঊনত্রিশ এপ্রিল ১৯৯১ সনে এক সভা ও দোয়া মাহফিল  শুক্রবার বিকেলে নগরীর বায়েজিদস্থ মিনহাজুল কোরআন মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠক কলামিষ্ট মাহমুদুল হক আনসারী। বক্তব্য রাখেন মাওলানা শিব্বির আহমদ, মাষ্টার আব্দুর রশিদ পরিচালনা কমিটির সদস্য নুরুল ইসলাম, সৈয়দ নাজের আহমদ, হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ প্রমূখ। সভায় বক্তাগন ২৯শে এপ্রিল ১৯৯১ ইং ঘুর্ণিঝড়ে নিহত শহীদদের প্রতি গভীর সমবেদনা ও মাগফিরাত কামনা করেছেন। উপকূলীয় এলাকায় ঐদিন লাখ লাখ নারী শিশু পুরুষ মহিলা ব্যাপকভাবে পশু ও জানমালের ক্ষতি হয়। এখনো ঐসব এলাকায় বৈরি আবহাওয়ার সময় উপকূলীয়বাসী আতংকের মধ্যে থাকে। বক্তাগন উপকূল বাসীর জানমালের নিরাপত্তার জন্য উপকূলীয় বেড়ীবাধ সংস্কার করার দাবী জানান। সভা শেষে ২৯ এপ্রিলের নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ ভাবে দোয়া মুনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ হোছাইন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply