২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪১/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ

বাজালিয়া সমিতি ফ্রি চিকিৎসা, ব্লাড গ্রুপিং ও মেয়েদের কর্ণ ছেদন ক্যাম্প করেছে

     

 

চট্টগ্রাম শহরে কর্মরত/ বসবাসরত সাতকানিয়া উপজেলার বাজালিয়ার অধিবাসীদের সংগঠন বাজালিয়া সমিতি চট্টগ্রাম-এর আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা, ব্লাড গ্রুপিং ও মেয়েদের কর্ণ ছেদন কর্মসূচি ১৩ অক্টোবর স্থানীয় আল্ মাদানী ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির উদ্ভোধন করেন বান্দরবানের সাবেক সিভিল সার্জন ডাঃ মংতেজ মং। দিনব্যাপী শুরু হওয়া এই চিকিৎসা ক্যাম্পে সকাল ন’টা থেকেই বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক নারীপুরুষ ঝড়বৃষ্টি উপেক্ষা করে চিকিৎসা সেবা গ্রহণ করতে উপস্থিত হন। বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যা ব্যাপকহারে বাড়তে থাকে। বিশেষভাবে লক্ষ্যনীয়, কর্ণ ছেদনের জন্য এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের ঢল নামে। একসময় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবীদের। বিকেল চারটা অব্দি ১০৫ জন মেয়ের কর্ণ ছেদন করা হয়। ব্লাড গ্রুপিং করার জন্য কাজ করে ৮ সদস্যের একটি টীম। এই টীম ৩৪০ জন মানুষের ব্লাড গ্রুপিং করে দেয়। ডায়াবেটিস পরীক্ষায় নিয়োজিত থাকে অন্য একটি টীম। এখানে বিভিন্ন বয়সের ৩০৫ জন নারী পুরুষের তাৎক্ষণিক ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া শিশু ও চর্মরোগ, জেনারেল মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা, গাইনী সহ বিভিন্ন রোগের ৩০৩ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। উল্লেখ্য, সবধরনের চিকিৎসাই সম্পূর্ণ বিনা খরচে। এমনকি এন্ট্রি ফি পর্যন্ত নেয়া হয়নি। প্রত্যেক রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্রও সরবরাহ করা হয়। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই চিকিৎসা ক্যাম্পে ধর্ম, বর্ণ, নারী পুরুষ, নির্বিশেষে এলাকার না না শ্রেণীপেশার মানুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা, সমিতির সদস্য, উপদেষ্টা, শুভাকাঙ্খী ও গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। মূলত বাজালিয়ার চিকিৎসকগনকে একত্রিত করে এলাকার মানুষকে চিকিৎসা দেয়ার লক্ষ্যেই বাজালিয়া সমিতি চট্টগ্রাম এই ক্যাম্পের আয়োজন করে। এতে অংশগ্রহণ করেন ডাঃ এ,আর,রায়হান সিদ্দিকী, ডাঃ ইসরাত জাহান, ডাঃ আসিফ মাহমুদ চৌধুরী, ডাঃ মোহাম্মদ তারেকুল ইসলাম, ডাঃ শাম্পা তাসনিম চৌধুরী, ডাঃ মো. জাহেদ হোসেন এবং ডাঃ উম্মে হানি। চিকিৎসা কার্যক্রম শেষে চিকিৎসক ও বাজালিয়া সমিতির কর্মকর্তাদের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সমিতির সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরী এই ফ্রি চিকিৎসা ক্যাম্পকে সাফল্যমণ্ডিত করায় সমিতির সদস্য, উপদেষ্টা, শিক্ষক শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ, অংশগ্রহণকারী ডাক্তার, টেকনিশিয়ান, স্বেচ্ছাসেবক, স্থানীয় প্রশাসন এবং এলাকার মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে ডাক্তারদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জ্ঞাপন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply