২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩৬/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৬:৩৬ পূর্বাহ্ণ

সুন্দরগঞ্জে জমি দখল নিয়ে সংঘর্ষ, ভাংচুর ও লুটতরাজ

     

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামে জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বসতবাড়ি ভাংচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, দীর্ঘদিন থেকে পাশ্ববর্তী সাদুল্যাপুর উপজেলার কিশামত হামিদ গ্রামের কফিল উদ্দিনের ছেলে আনছার আলীর সাথে সুন্দরগঞ্জের পশ্চিম রামজীবন গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে আতোয়ার রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধী রয়েছে। এরই এক পর্যায়ের বুধবার বিকালে আনছার আলী তার লোকজন নিয়ে বিরোধী জমি দখল করতে গেলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। খবর পেয়ে সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগের আনছার আলীর সমর্থকরা ওই আতোয়ার রহমানের সমর্থক আব্বাস উদ্দিনের ছেলে আকবর আলী, রফিকুল ইসলাম, আত্তাব মিয়া, নছর উদ্দিনের ছেলে নাসির উদ্দিন, নাজিমুদ্দিন, আব্দুল ব্যাপারীর ছেলে আব্দুল মতিন মিয়া, আব্দুল গফুর, আব্দুল গণির বসতবাড়ি ভাংচুর ও লুটতরাজ করে। এনিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন পর্যন্ত ভয়ে থানায় মামলা করতে পারেনি। তারা পরিবার পরিজন নিয়ে পলাতক রয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান- এনিয়ে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। ভাংচুরকৃত পরিবারগুলো সাদুল্যাপুর থানার আওতাধীন। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply