২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:০৯/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:০৯ পূর্বাহ্ণ

চান্দগাঁও জলাবদ্ধতা নিরসন কল্পে মত বিনিময় সভা

     

 

২১ মে সোমবার বিকেল ৫ ঘটিকার সময় চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকা এ ব্লক সংলগ্ন কার্যালয়ের সামনে চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকার জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মোঃ আবুল বশর তালুকদারের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মনছুর এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবদুচ ছালাম। প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে সিডিএকে প্রায় ৬ হাজার কোটি টাকার অধিক মেগাপ্রকল্প অনুমোদন দিয়েছে। এ প্রকল্পের আওতায় প্রায় ৫ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে চলমান নালা থেকে মাটি উত্তোলন কার্যক্রম শেষ হলে চলিতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। তিনি নালা-নর্দমা, খালে-বিলে ও যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। এতে আরো উপস্থিত ছিলেন চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সেনাবাহিনীর ঠিকাদার কে.এম. ফজলুল হক (কাজল), ফরিদের পাড়া মহল্লা কমিটির সদস্য শওকত হোসেন, কে.এম. শহিদুল কাউসার, জাফরুল হাসান শরীফ (রুবেল), মো. আলম শাহ, মোঃ দিদারুল আলম খাঁন, মো. আবুল হোসেন, ডাঃ মোঃ শফিউল হাসান, ডাঃ এস.এম. সাঈদুর রহমান, মোঃ আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মোঃ ইউনুছ, হাজী মোঃ শফিকুল ইসলাম, এস.এম. আইয়ুব প্রমূখ। সভায় এলাকাবাসীদের মধ্যে মালিক ভাড়াটিয়া সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শুরুতে কোরান তেলোয়াত করেন চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকার এ ব্লক মসজিদের ইমাম হাফেজ ক্বারী ওমর ফারুক।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply