১০ মে ২০২৪ / ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২১/ শুক্রবার
মে ১০, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ

ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া’র শোকসভা কাল

     

বীর চট্টগ্রামের কৃতী সন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক, দেশবরেণ্য শিক্ষাবিদ, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত গুণীজন, বিশ্ববরেণ্য বৌদ্ধ-মনীষী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার মৃত্যুতে শোকসভা আগামীকাল ২৩ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, বিকেল ৪টায়, নগরীর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে। অধ্যাপক ড বিকিরণ প্রসাদ বড়ুয়া শোক সভা কমিটি চট্টগ্রাম আয়োজিত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক ( বিপণন) অনুপম বড়ুয়া, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা আব্দুল করিম, সিমনী গ্রুপের কর্ণধার ও দৈনিক আনন্দ বার্তার উপদেষ্টা লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, বরেণ্য বুদ্ধিজীবী, সাংবাদিক ও বিশিষ্ট জন। উক্ত নাগরিক শোকসভায় সকলকে এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য শোকসভা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, মহাসচিব স ম জিয়াউর রহমান ও সমন্বয়ক রতন বড়ুয়া বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply