১৭ মে ২০২৪ / ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৫৮/ শুক্রবার
মে ১৭, ২০২৪ ৮:৫৮ পূর্বাহ্ণ

কন্যাদায়গ্রস্থ মাতা-পিতার পাশে দাঁড়ালেন এম. মনজুর আলম

     

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি প্রতি বছর আগস্ট মাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে কন্যাদায়গ্রস্থ মাতা-পিতার কন্যা সন্তানের বিয়ের আয়োজন করে যাচ্ছেন। এবারও তিনি এই মহৎ কাজে এগিয়ে আসেন। ১৫ আগস্ট ২০২৩ খ্রি. মঙ্গলবার, জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনকালে সাবেক মেয়র এম. মনুজর আলম এনামুল হক খোকন ও ফাতেমা বেগম দম্পতির কন্যা সন্তান জান্নাতুল ফেরদৌস সীমাকে বর মিজানুর রহমান সাগরের নিকট বিবাহ দেয়ার জন্য বিয়ের খরচ বাবদ কিছু অর্থ প্রদান করেন। তিনি কন্যার পিতা ও মাতার হাতে বিয়ের খরচের অর্থ তুলে দেন। এ সময় তরুণ আওয়ামী লীগ নেতা সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, সমাজসেবক নেছার আহাম্মদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, আবু সগীর, মাহবুবুর রহমান সহ নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিয়ের খরচ বাবদ অর্থ দেয়ার সময় সাবেক মেয়র বলেন, বিয়ে শাদী, জন্ম-মৃত্যু, দুর্যোগ-দুর্বিপাক, বিপদ-আপদে মানবতার সেবাই আমাদের ব্রত। তিনি বলেন, বঙ্গমাতা এক মহিয়সী নারী, তিনি প্রেরণাদায়ী ও বাঙালি নারীদের আদর্শ। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবকে প্রজন্মের নিকট উপস্থাপন করাই আমাদের ব্রত।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply