৩০ এপ্রিল ২০২৪ / ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩২/ মঙ্গলবার
এপ্রিল ৩০, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ

মাধবপুরে ছোট ভাই পলাশের কিডনিতে বাঁচবে বড় ভাই সবুজ

     

খাইরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের দফাদার মানিক মিয়ার বড় ছেলে সাইফুল ইসলাম সবুজ এর দুটি কিডনি ড্যামেজ হয়ে যায়। ডাক্তার কিডনি প্রতিস্থাপন করার পরামর্শ দেন। সবুজকে বাঁচাতে তার আপন ছোট ভাই পলাশ একটি কিডনি দিতে রাজি হয়ে যায়। সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে আজ ১২ আগস্ট শনিবার সকালে ঢাকা বারডেম হাসপাতালে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখবর নিশ্চিত করেছেন সবুজের পরিবারের পক্ষ থেকে। সাইফুল ইসলাম সবুজ দফাদার মানিক মিয়ার বড় ছেলে। নিম্নবিত্ত পরিবারের মানিক মিয়া তার ছেলের এত ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যেতে পারছিলেন না। আত্মীয় স্বজন এলাকাবাসী এবং মানবিক সংগঠন গুলো সার্বিক সহযোগিতা করেছে তার চিকিৎসা চালিয়ে যেতে। দফাদার মানিক মিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাইফুল ইসলাম সবুজের ছোট ভাই পলাশের এই আত্মত্যাগ এলাকায় বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সবার মুখে মুখে ভাইয়ের জন্য ভাইয়ের এই আত্মত্যাগ প্রশংসায় ভাসছে। সবাই দোয়া করছেন তাদের দুই ভাইয়ের জন্য। যে সমাজে ভাই ভাইকে খুন করছে, সম্পদের জন্য সেই সমাজেই ভাইয়ের জন্য ভাই কিডনি দান করছে। সমাজের প্রতিটি ভাই যেন সবুজ এবং পলাশের মত হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply