২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৮/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

নিয়মিত বিল পরিশোধ করার পরও পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সীতাকুণ্ড বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে পৌর মেয়রের সংবাদ সম্মেলন

     

মোঃ নাছির উদ্দিন
সীতাকুণ্ড পৌরসভার বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করার পরও পৌর কার্যালয় সহ পৌরবাসীর সড়ক বাতির বৈদ্যূতিক লাইন বেআইনী ভাবে বিছিন্ন করে মেয়রের প্রতি ঔদ্ধ্যত্তপূর্ণ আচরন দেখানোর প্রতিবাদে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলী নাফিজ ইমতিয়াজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম।  পৌরসভা মিলনায়তনে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ জুন তিনি কার্যালয়ে কর্মরত অবস্থায় সময় বেলা ২টায় বাড়বকুণ্ড বিদ্যুৎ বিভাগের উপ-প্রকৌশলী মোঃ নাফিজ ইমতিয়াজ পৌরসভা কার্যালয়ের সামনে কার্যালয়সহ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের সড়ক বাতির লাইন বিছিন্ন করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে লোক তুলে দেন। ঘটনাটি জানতে পেরে তিনি প্যানেল মেয়র, কাউন্সিলর সহ কয়েক জনকে পাঠিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার বিষয়টি জানিয়ে তাকে অফিসে চায়ের দাওয়াত দিন। কিন্তু তিনি (মোঃ নাফিজ ইমতিয়াজ) আমার প্রতি ব্যঙ্গ আচরণ করে বলে, মেয়র টেয়র কিংবা মুক্তিযোদ্ধা দেখার সময় আমার নাই, আমি লাইন কাটতে এসেছি, লাইন কেটেই ফিরে যাব। এরপর তিনি জোরপূর্বক লাইন কেটে দিয়ে আমার কাছে এসে বাড়াবাড়ি করা অবস্থায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমার সাথে কথা বলে ঘটনাটির জন্য দূঃখ প্রকাশ করেন। নির্বাহী প্রকৌশলী তাকেও দূঃখ প্রকাশ করতে বলে। কিন্তু দুঃখের বিষয়, সীতাকুণ্ড পৌরসভা বিল পরিশোধ করার পরও উপ-প্রকৌশলী নাফিজ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করায় তাতে ১ম শ্রেনির পৌরসভার নির্বাচিত মেয়র কিংবা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার প্রতি অশ্রদ্ধা ছাড়াও এ ঘটনায় বর্তমান সরকারের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। আমার বিশ্বাস একটি মহলের ইন্দনে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে নাফিজ এ ঘটনাটি সাজিয়েছে। বিল পরিশোধ করার পরও পৌরকার্যালয়ের বৈদ্যূতিক লাইন বিচ্ছিন্ন করায় ঘটনায় প্রমান করে নাফিজ সাধারণ নিরীহ জনগণকে জিম্মি করে কি করছে। নাফিজদের এমন অনৈতিক দূঃসাহস ও অবৈধ কর্মকাণ্ডের তদন্ত হওয়া খুবই প্রয়োজন। সেই নাফিজ আমার অফিস থেকে বেরিয়ে একদিন পরই পৌরসভার বিরুদ্ধে চট্টগ্রামের একটি অন-লাইনে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায়। সীতাকুণ্ড থানায় একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করে ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে এলাহী পায়েলের বিরুদ্ধে। এ উপ-প্রকৌশলী নাফিজের বিরুদ্ধে রয়েছে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ। সে পৌর এলাকার অসংখ্য গ্রাহকদের বিভিন্ন ভাবে হয়রানি করে অবৈধ ভাবে অর্থ আদায় করে আসছে। সংবাদ সম্মেলনে প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা- মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর এ,কে,এম সামছুল আলম আজাদ, মোঃ মফিজুর রহমান, মোঃ সফিউল আলম চৌধুরী মুরাদ, আনোয়ার হোসেন ভূঁইয়া, মোঃ দিদারুল আলম এ্যাপোলো, মোঃ ফজলে এলাহী পায়েল, শাহ্ কামাল চৌধুরী, মোঃ বদিউল আলম জসীম, আনোয়ারা বেগম, খালেদা আক্তার ও কামরুন্নাহার কাকলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply