১৬ মে ২০২৪ / ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:২৭/ বৃহস্পতিবার
মে ১৬, ২০২৪ ১০:২৭ পূর্বাহ্ণ

সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের মায়ের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

     

খাদেমুল আউলিয়া হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভান্ডারী (র.) এর সহধর্মিনী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের মাতা রত্নগর্ভা মহিয়সী নারী আলহাজ¦ মোস্তফা খাতুনের ১৩তম মৃত্যুবার্ষিকী ২৪ মে ২০২৩ খ্রি. বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। মরহুমা মোস্তফা খাতুনের আত্মার মাগফেরাত কামনায় ৫০১ জন মাদ্রাসার এতিম শিশু, ১০১ জন আলেম সকাল থেকে খতমে কোরআনেপাক, কছিদা-এ বোরদা শরীফ, গাউছিয়া শরীফ ও খতমে খাজেগান, মিলাদ, কেয়াম ও দোয়া মাহফিল, মরহুমার কবর জেয়ারত, তবারুক বিতরন এবং মিসকিনদের আপ্যায়ন এর মাধ্যমে পালিত হয়। এ সব ধর্মীয় আয়োজন করেন আলহাজ্ব মোস্তফা হাকিম পরিবার। হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদ, হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী (র.) মাজার প্রাঙ্গণ এবং এইচ এম ভবন অডিটরিয়ামে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম অংশ নিয়ে বলেন, আমার মা একজন অলি আউলিয়া ভক্ত মহিয়সী নারী এবং আমার পিতা একজন অলির বংশধর এবং আশেকানে আউলিয়া। আমাদের পরিবার আল্লাহর অলিদের বংশধর। তিনি বলেন, আমার মা’র দোয়ায় আজ আমরা মানবতার খেদমত করে যাচ্ছি। আমাদের ব্যবসা-বাণিজ্য, মানবসেবা, শিক্ষাবিস্তার, অলি আউলিয়াদের খেদমত সবই একমাত্র আল্লাহকে রাজি করানোর জন্য। কাল কেয়ামত পর্যন্ত আমাদের মানবসেবা যদি আল্লাহতায়ালা কবুল করেন তাতেই আমাদের স্বার্থকতা। তিনি তার মা বাবার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। এ সব কর্মসূচিতে অন্যদের মধ্যে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, ট্রাস্টি আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম এবং অন্যদের মধ্যে আলহাজ্ব আবুল হোসেন, আলহাজ¦ নাছির আহমদ, মোহাম্মদ ইব্রাহীম, আওয়ামী নেতা লোকমান আলী, প্রিন্সিপাল মোহাম্মদ আলমগীর, ভাইস প্রিন্সিপাল মাহফুজুর রহমান চৌধুরী, সাবেক ভাইস প্রিন্সিপাল বাদশা আলম, প্রফেসর আবু ছগির, কাজী মাহবুবুর রহমান চৌধুরী, মাওলানা অছিউর রহমান, মাওলানা সৈয়দ ইউনুস রজভী, মাওলানা আবদুল মান্নান ও অধ্যক্ষ ফরিদুল আলম অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা অছিউর রহমান। মোনাজাতে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি, আবদুল হাকিম মাইজভাণ্ডারী ও মোস্তফা খাতুন সহ মরহুমদের আত্মার মাগফেরাত, সাবেক মেয়র এম. মনজুর আলমের সুস্বাস্থ্য এবং তার পরিবার পরিজনের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply