১৯ মে ২০২৪ / ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:২২/ রবিবার
মে ১৯, ২০২৪ ৬:২২ পূর্বাহ্ণ

ভিক্ষুক ও মিসকিন সমাবেশে সাবেক মেয়র এম. মন্জুর আলম, ভিক্ষা করে জীবন চলে না

     

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, মানুষ সবাই এক আল্লাহর সৃষ্টি। কেউ জন্মসূত্রে গরীব, কেউবা স্বভাবগত কারণে গরীব। তিনি বলেন, ভিক্ষা করে জীবন চলে না। যে কোন উপায়ে আপনার সন্তানকে উপযুক্ত মানুষ করুন, দেখবেন অভাব থাকবে না। ১২ মে ২০২৩ খ্রি: শুক্রবার বাদ জুমা এইচ.এম ভবন অডিটরিয়ামে ২ হাজার ভিক্ষুক ও মিসকিনদের এক সমাবেশে সাবেক মেয়র এসব কথা বলেন। আলহাজ্ব হোছনে আরা মন্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। এতে সাবেক মোহাম্মদ মনজুর আলম ছাড়াও অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নিজানুল আলম, আলহাজ্ব মো. সরোয়ার আলম, আলহাজ্ব মো. ফারুক আজম, আলহাজ্ব মো. সাহিদুল আলম, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সৈয়দ মো. আবেদ আবদুল্লাহ মনজুর আলম, আয়ান আবদুল্লাহ মনজুর আলম, সোয়াম আবদুল্লাহ মনজুর আলম, নায়েফ আবদুল্লাহ মনজুর আলম সহ অন্যারা বক্তব্য রাখেন। ভিক্ষুক ও মিসকিন সমাবেশে তবারুক বিতরণ ও অনুদান প্রদান করা হয়। পরে হযরত তৈয়্যব শাহ (রা:) জামে মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ ইউনুস রজভী দেশ ও জাতির কল্যাণ এবং সাবেক মেয়র মনজুর আলমের পরিবারের সকল সদস্যদের সুখ-শান্তি ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply