২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:০১/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) বাংলাদেশ’র পৃষ্ঠপোষকতায় পবিত্র রমজান উপলক্ষে মিসরে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

     

 

নগরীর ফয়েজলেক দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) বাংলাদেশ’র পৃষ্ঠপোষকতায় গত ৩ এপ্রিল ২০২৩ইং পবিত্র রমজান মাস উপলক্ষে মিসরে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রমজান এর খুশি সমাজের সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত কলেজ পর্যায়ে একশত বিদেশী শিক্ষার্থীর মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর আগে পহেলা রমজানে উক্ত ট্রাস্টের উদ্যোগে মিসরের প্রত্যন্ত গ্রামের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, এই বছর প্রায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ বাজার পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে একটি আধ্যাত্মিক ও অরাজনৈতিক মানব কল্যাণ মূলক সংগঠন দারুল হুদা ফাউন্ডেশন (ট্রাস্ট) বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ত্রান সামগ্রী গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কলেজ বোর্ড এর প্রধান ড: নাহলা সাঈদী। সার্বিক তত্ত¡াবধানে পীরজাদা মেহদী আকিব শাহ্ আল-আজহারী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এসোসিয়েশন অফ আল আজহার গ্র্যাজুয়েটস এর প্রতিনিধি কাজি শামসুদ্দিন সাক্বীবি আল-আজহারী, সুনান বিডি এর প্রতিষ্ঠাতা রাকিব হাসান আল-আজহারী, মাওলানা নিজামুদ্দিন আল-আজহারী, মাওলানা মেশকাতুল মুনাওয়ার আল-আজহারী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply