৮ মে ২০২৪ / ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৬/ বুধবার
মে ৮, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

শোনাতে এসেছি গান শিরোনামে আনিকা, রুবেল ও অনামিকার কন্ঠে সংগীতানুষ্ঠান

     

 

চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী আনিকা, রুবেল ও অনামিকার সংগীতানুষ্ঠান হয়েছে। মূর্ছনা সঙ্গীত একাডেমির আয়োজনে “শোনাতে এসেছি গান” শিরোনামে সংগীত সন্ধ্যায় অনুষ্ঠানে শিল্পী আনিকা দাশ, শিল্পী রুবেল চৌধুরী ও শিল্পী অনামিকা দাশ তিনজনের একক ও যৌথসহ মোট ২১টি গান পরিবেশন করেন। সব গানের গীতিকার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার রাখাল চন্দ্র দাশ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমাজ হিতৈষী প্রীতিলতা দে ও বিশিষ্ট সংগঠক সমাজ হিতৈষী কানন বিহারী দে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মো: মাহফুজুল হক। সংবর্ধিত অতিথি ছিলেন সংগীত প্রশিক্ষক পংকজ ধর (মরণোত্তর) এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রয়াতে সহধর্মিনী বাণী ধর। শিল্পী সুব্রত দাশ অনুজের সংগীত পরিচালনায় বাচিক শিল্পী শ্রাবণী দাশগুপ্তের সঞ্চালনায় মঞ্চে ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন ২১টি গানের সুরকার – আর. কে. জুয়েল, আবুল কাসেম, কায়সেরুল আলম, সুরঞ্জন মূৎসুদ্দী, আদিল মাহবুব, সুব্রত দাশ অনুজ, দেবরাজ দত্ত ডেবিড, ফজলুল কবির, সৃজন পাল, মানস পাল, গিরিজা রাজবর, অপু সেন গুপ্ত ও রুবেল চৌধুরী। অভিমত প্রকাশ করেন সংগঠক টুন্টু দাশ বিজয়। সকল গানে যন্ত্রানুষঙ্গে সৃজন রায়ের পরিচালনায় দি সাউÐ ভাইব্রেশন মিউজিসিয়ান্স টিম।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply