২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৪৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৪৪ পূর্বাহ্ণ

পর্যবেক্ষক সংস্থা আসক ফাউন্ডেশন বললেন জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে

     

জেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে পর্যবেক্ষক সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। ‘পর্যবেক্ষণের সময় কোনো কেন্দ্রেই গোলযোগের দৃশ্য চোখে পড়েনি। উপজেলা ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ ছিল। চেয়ারম্যান মেম্বার ও কমিশনারগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে। ভোটার’রা কোনো রাজনৈতিক দলের হুমকির মুখে পড়েননি। চেয়ারম্যান মেম্বার ও কমিশনারগণ ভোটের লাইনে দাঁড়িয়ে থাকাদের কাছে আসক ফাউন্ডেশন পর্ষবেক্ষকগণ জানতে চেয়েছিলেন ভোট দিতে আসার পথে কেউ ভয় ভীতি প্রদর্শন করেছে কিনা। সব মহিলা মেম্বার কাছ থেকেই তারা কোনো বাধা না পাওয়ার কথা জানিয়েছেন।

মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবউদ্দিন, জেলা পরিযদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি ছিল সন্তোষজনক। এই জেলা পরিষদ নির্বাচন পর্যবেক্ষক সংস্থাটির চট্টগ্রাম জেলার ৪ সদস্য বিশিষ্ট ১টি দল চট্টগ্রাম ৪টি কেন্দ্র পরিদর্শন করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply