২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:২৬/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ

শামীম ইস্কান্দারের মামলার শুনানি ২৯ মে

     

দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের করা পিটিশনের শুনানির দিন ২৯ মে ধার্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতি সমন্বয়ে গঠিত আপিল বিভাগ বেঞ্চ রবিবার (১৭ এপ্রিল) এ দিন ধার্য করে আদেশ দেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।
শামীম ইস্কান্দারের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীম ইস্কান্দারকে নোটিশ দেয় দুদক। পরে সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা রুজুর সিদ্ধান্ত নেয় দুদক। ২০০৮ সালে রাজধানীর রমনা থানায় দুদক আইনে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনও নেন শামীম ইস্কান্দার ও তার স্ত্রী।
২০১৬ সালে এ মামলা বাতিল চেয়ে করা শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এরপর বিষয়টি নিয়ে আপিল বিভাগে আবেদন করেন (ক্রিমিনাল পিটিশন নং-২০৩/২০১৭) খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী। আজ পিটিশনটির শুনানির দিন ধার্য করলেন আপিল বিভাগ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply