৬ মে ২০২৪ / ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২১/ সোমবার
মে ৬, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ

সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

     

দুইজনের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রামে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এ দফায় সাতকানিয়া উপজেলার ১৬টি ইউপির মধ্যে ৪টিতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও ১২টিতে অনুষ্ঠিত হয় নির্বাচন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে বাজালিয়া ও নলুয়া ইউনিয়নে দুইজন নিহত হয়। পরে রাতে ভোট গনণা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

চার ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- কেঁওচিয়ায় ইউনিয়নে মো. ওছমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড় ইউনিয়নে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম।

নির্বাচনে জয়ী প্রার্থীরা হলেন- চরতি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. রুহুল্লাহ চৌধুরী, আমিলাইষ ইউনিয়নে  বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী, নলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. লেয়াকত আলী, কাঞ্চনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রমজান আলী, খাগরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আকতার হোসেন, কালিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাফেজ আহমদ, ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মির্জা আসলাম সরওয়ার রিমন, ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নাছির উদ্দিন টিপু, বাজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তাপস কান্তি দত্ত, পশ্চিম ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিদুয়ানুল ইসলাম সুমন, ছদাহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুর রহমান এবং সোনাকানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন জয় পেয়েছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply