১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:৫৫/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ

মুফতি আলাউদ্দিন জিহাদীকে মুক্তি না দিলে সমগ্র চট্টগ্রামকে অবরোদ্ধ করা হবে

     

 

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে আহলে সুন্নাত নেতা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে হাজার হাজার আদর্শিক সুন্নি জনতার উপস্থিতিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ওবাঈদুল মোস্তাফা কদমরসুলীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ আমান ও উত্তর জেলা ছাত্রসেনার যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবদুল্লাহ আল রোমানের যৌথ সঞ্চালনায় আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবসেনার সভাপতি মাষ্টার মুহাম্মদ ইছমাঈল। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, মাওলানা অধ্যাপক জালাল উদ্দিন আল-আজহারী। সমাবেশে বক্তারা বলেন মুফতি আলাউদ্দিন জিহাদীকে অবিলম্বে মুক্তি না দিলে বৃহত্তর চট্টগ্রামকে হরতাল, অবরোধের মত কঠোর কর্মসূচীর মাধ্যমে অচল করে দেওয়া হবে। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে বের হলে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। দফায় দফায় লাঠি চার্জ ও বাকবিতন্ডা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি চেরাগি পাহাড় হয়ে লালদিঘী চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের লাঠি চার্জে অর্ধশত নেতা কর্মি আহত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আব্দুর রহিম মুনিরী, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরি, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ কামাল পাশা, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজবী, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মুহাম্মদ নুরুল ইসলাম, এইচএম শহিদুল্লাহ, আজিম উদ্দিন আহমেদ, মুহাম্মদ আলমগীর হোসাইন, মুহাম্মদ মামুনুর রশিদ জাবের, মুহাম্মদ অহিদুল আলম, মুহাম্মদ শহিদ, মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ আজাদ রানা, আলী আকবর, মুহাম্মদ রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ আব্দুল মজিদ, মুহাম্মদ জয়নাল আবেদীন জাবেদ, মুহাম্মদ মহিউদ্দিন, এনামুল হক মুন্না, মুহাম্মদ নওশাদ হোসাইন প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply