২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৪/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:৪৪ পূর্বাহ্ণ

নৌকা পেতে আগ্রহী বোয়ালখালীর ৭ ইউনিয়নের ৪৬ জন

     

বোয়ালখালী প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নের ৪৬ জন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় মনোনয়ন প্রত্যাশীরা আগ্রহ প্রকাশ করেছেন। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন ৪নং শাকপুরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রউফ, সদস্য গিয়াস উদ্দীন সোহেল, রুস্তম আলী, মো. মহসিন, নুরুল আলম, আবুল মনছুর বাবলা, মাহবুবুল আলম ও নাছির উদ্দীনসহ ৮জন। ৫নং সারোয়াতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মোকারম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ছোটন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম দেলোয়ার হোসেন হাসান, সদস্য কার্তিক শীল ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল আলমসহ ৬জন। ৬নং পোপাদিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এস এম জসিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন ও সৈয়দ শাসসুল আবেদীন তারেকসহ ৫ জন। ৭নং চরণদ্বীপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শামসুল আলম, ইলিয়াছ জাফর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মো.বাবর, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাফা কামাল, নুরুল আবছার, নুরুল আমিন খান, মো. ইউনুচ ও মোবারক ইসলামসহ ৯ জন। ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, জমির উদ্দীন, নুরুল হুদা, সেকান্দর আলম বাবর, এস এম কাজেম ও শওকত হোসেনসহ ৮ জন। ৯নং আমুচিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কাজল দে, অজিত বিশ্বাস ও মোহাম্মদ আবদুল আল নোমান। ১০নং আহলা করলডেঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মনসুর আহমদ, দিদারুল ইসলাম, কুমকুম দাশ, সফিউল আজম, আবদুল্লাহ বিন হারুন রিপন, ওসমান গনি ও মোহাম্মদ মিয়াসহ ৭জন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply