২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৯:৫৩/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৯:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে আকস্মিক গণপরিবহন ধর্মঘটে দুর্ভোগ

     

কোন ঘোষণা ছাড়াই চট্টগ্রাম নগরীতে গণপরিবহন ধর্মঘট চলছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। বিশেষ করে অফিসগামী লোকজন বিড়ম্বনায় পড়েন।

আজ  বৃহস্পতিবার সকাল থেকে গণপরিবহন চলছে না। সকাল থেকে নগরীর বিভিন্ন মোড়ে শত শত মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা, টেম্পো ও সিএনজি অটোরিকশায় গন্তব্যে পৌঁছেছেন। পরিবহন ধর্মঘটের কারণে নগরীর কয়েকটি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। ঘোষণা ছাড়াই গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও দোকানীরা। তারা অভিযোগ করেছেন, পরিবহন নেতাদের এমন আচরণে আমরা ক্ষুব্ধ। কোনও ঘোষণা না দিয়ে এভাবে বাস চলাচল বন্ধ রাখা উচিত হয়নি। তিন-চার কিলোমিটার হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply