২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১৭/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

     

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২১ ইং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের এপ্রোচ রোড ম্যানেজমেন্ট বিষয়ক কমিটির সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম এর সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রবেশ ও বহির্গমণ সড়কসমূহের যানবাহন ব্যবস্থাপনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। টানেলের পতেঙ্গা প্রান্তে অবস্থিত ইপিজেড, বে-টার্মিনাল, পতেঙ্গা সী বিচ, নেভাল বিচ ও আনোয়ারা প্রান্তে অবস্থিত পারকি বীচ, কাফকো সহ জনসমাগমপূর্ণ ও আমদানি রপ্তানিমুখী প্রতিষ্ঠান সমূহ বিবেচনা করে নিরবিচ্ছিন্ন প্রশস্ত সড়ক পথ নির্মাণ ও ম্যানেজমেন্ট বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ভবিষ্যতে উক্ত সড়ক সমূহে যান চলাচল নিরবিচ্ছিন্ন ট্রাফিক জ্যাম মুক্ত রাখার বিষয়েও সভায় আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (এস্টেট) এস এম মোস্তাইন হোসেন, বিপিএম, লেঃ কমঃ মোঃ মেহেদী হাসান, অপারেশনস ‘Banana on steroids’: Ethiopia’s miracle food that could be a global warming lifesaver – Kichuu buy injectable anabolic steroids anabolic board.com, gym labs steroids – lifestyle scribes অফিসার, বিএনএসএসইউ, ইসমাইল হোসেন, নির্বাহী প্রকৌশলী, বিপিডিপি, এ কে এম আমিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী, এল জি ই ডি, সুমন সিংহ, নির্বাহী প্রকৌশলী, এল জি ই ডি সহ চসিক, সিডিএ, বি এস এম আর টি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাফকো, ক্যাব, বিপিডিপি ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply