২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:৩৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

প্রখ্যাত নিউরোসার্জন ডা. এর এ কাদেরী আর নেই

     

ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের খ্যাতনামা নিউরোসার্জন অধ্যাপক ডা. লুৎফুল আনোয়ার কাদেরী (এল এ কাদেরী) । তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বলে পারিবারিক সুত্রে জানা যায়।

রবিবার ২৯ আগস্ট সকাল ১১ঃ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রখ্যাত এই চিকিৎসকের মৃত্যু হয় বলে জানান তার ছোটভাই সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত।

ডাঃ এল এ কাদেরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

তিনি বলেন, ডা. এল এ কাদেরী ক্যানসারে ভুগছিলেন। আজ বিকালে (বাদ আসর) চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে,  সোমবার ৩০ আগস্ট সকাল ১১টায় জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এবং বাদ আসর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নামাজে জানাজা শেষে ডা. কাদেরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউ সার্জারি বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ডা. কাদেরী ছিলেন দেশের দ্বিতীয় নিউরোসার্জন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের দুই বারের সভাপতি ছিলেন। এ ছাড়া ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সোসাইটি অব নিউরোসার্জন বাংলাদেশের সাবেক সভাপতি, সিনিয়র ডকটরস ক্লাবের সাবেক সভাপতি, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সাবেক সভাপতি।

সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী জানান, একাত্তর সালে যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহণের সময় মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন ডা. কাদেরী। ১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন নিহত হওয়ার পর চট্টগ্রামে চিকিৎসক সমাজ ডা. কাদেরীর নেতৃত্বে রাজপথে প্রতিবাদে নেমেছিল। ডা. এল এ কাদেরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ ইসমাইল খান এবং চট্টগ্রাম শাখার নেতা অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, ডা. মুজিবুল হক খান, ডা. ফয়সল ইকবাল চৌধুরী।

ডা. কাদেরীর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply