২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৫৮/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৪:৫৮ পূর্বাহ্ণ

ইসলামের সঠিক আদর্শের আন্দোলন করায় হালিমকে হত্যা করা হয়েছিল

     

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ মোহাম্মদ আব্দুল মুস্তাফা হালিম (রহঃ)’র ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১১ জুলাই মঙ্গলবার বিকাল ৩ টায় নগরীর মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর এর সভাপতি ছাত্রনেতা আবদুল কাদের রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মারুফ রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর এর সহ সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা সোহাইল উদ্দিন আনসারি। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মুুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, মুুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ গোলাম মোস্তফা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিদুয়ান হোসেন তালুকদার পাপ্পু, দপ্তর সম্পাদক আবদুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুুহাম্মদ মঈনুদ্দীন কাদেরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আবদুল কাদের, মুুহাম্মদ এরশাদুল করিম, মুুহাম্মদ আদনান তাহসিন, মুুহাম্মদ তৌহিদুল ইসলাম, মুুহাম্মদ বাবর আলী, মুুহাম্মদ হাবিব উল্লাহ আরফাত, মুুহাম্মদ সাব্বির হোসাইন, মুুহাম্মদ মিজানুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সুন্নীয়ত একটি রাজনৈতিক ও সমন্বিত দর্শনের নাম। সুন্নী মতাদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে মানব মুক্তির স্বপ্ন দেখতেন শহীদ আব্দুল মুস্তফা হালিম। ইসলামের সঠিক আদর্শের আন্দোলন করায় ১৯৮৪ সালের ১০ জুলাই চন্দ্রঘোনা তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া মাদ্রাসার হোস্টেলে ঘুমন্তবস্থায় তাকে শহীদ করা হয়। আলোচনা সভা শেষে শহীদ আব্দুল মুস্তফা হালিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply