১ মে ২০২৪ / ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১৪/ বুধবার
মে ১, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ

বে শপিং সেন্টার বর্ণিল ঈদ আনন্দ লাকী কুপন ড্র-অনুষ্ঠিত

     

নগরীর ইপিজেড থানা বে শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়েজিত বর্ণিল ঈদ আনন্দ লাকী কুপন ড্র-আজ ১২ জুলাই অনুষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মার্কেট প্রাঙ্গণে সভাপতি নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্পন্ন হয়।
এতে ঈদ আনন্দ লাকী কুপন ড্র অনুষ্ঠানের আহবায়ক আলহাজ্ব মোরশেদুল আলম চৌধুরী (তাজু),যুগ্ন্ আহবায়ক-রেজাউল করিম স্বপন,প্রাক্তন সভাপতি এস.এম ফজলুল হক,সহ-সভাপতি কাজী আজিজুল হক,সাঃসম্পাদক- চন্দন সরকার,অর্থ সম্পাদক-মোঃ মুছা,সাংগঠনিক সম্পাদক-আলী মুনসুর সহ বিপুল সংখ্যক দর্শক (শ্রাতা লাকী কুপন ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড্র’তে ১০১টি কুপনের নম্বর একে একে উন্মুক্ত ভাবে তুলেন। ড্র’তে ১ম থেকে দশটি নম্বর হল যথাক্রমে-১ম পুরস্কার মোটর সাইকেল(কুপন নং)২৮৩১৮৭,২য় ফ্রিজ নং-৩৯৩৫৩৬,৩য় এলইডি টিভি নং-৫২৪৭৫৭,৪র্থ-৫২৯৭২৫,৫ম-৫৪১১১২,৬ষ্ঠ (৫টি)-১৪৪৭৩,৪০১০৪২,৩৬২৩৯২,৫৯৯২৯২,৩৩৭৩৪৫,৭ম (৫টি)-২৬৭৬৪২,৩৩৫৬৮৬,৩৭৪৪১১,৫১৮০৫৮,৫৪৬২৫৮,৮ম(৫টি)৩৩৯৪৮৫,১৩৬৫১৮,৩৭৪৪৭৬,২৩৬৮২৮,৩১০৪৭৪,৯ম ও দশম পুরস্কার টি করে । বাকী সকল নম্বর বে-শপিং মার্কেট সংলগ্ন বিল বোর্ডে প্রদর্শন সহ রিপলেট আকারে বিলি হচ্ছে বলে সমিতির প্র্রচার সম্পাদক মোঃ শাহ আলম জানান। আগামী ২১জুলাই এর মধ্যে কুপণের মূল অংশ ও এক কপি পিপি সাইজ ছবি সহ নিয়ে বে শপিং সেন্টার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ। অবৈধ ব্যাটারী রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার গভীর ষড়যন্ত্র রুখে দিতে হবে চট্টগ্রাম মহানগরী রিক্সা মালিক চালক ঐক্য পরিষদের এক সভা আজ সন্ধ্যা ৭ টায় লালখান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহŸায়ক আব্দুল কাদের মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন হাজারী। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু টিটু মহাজন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল জাহেদ জসিম, রিকশা মালিক পরিষদের সভাপতি মুহাম্মদ খুরশিদ আলম। সভায় বক্তারা বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ না করে প্যাডেল রিকশা বন্ধ করার যে পাঁয়তারা চালাচ্ছে তা আগামী দিনে চট্টগ্রাম মহানগরী থেকে রিকশা উচ্ছেদের এক গভীর ষড়যন্ত্র। তাই আগামী দিনে চট্টগ্রাম মহানগরীর রিকশা মালিকদের এক প্রতিনিধি সভার ডাক দিয়ে পরবর্তী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করে এ ধরণের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বক্তারা আরও বলেন, প্রশাসন উচ্চ আদালতের রায়কে অমান্য করে চট্টগ্রাম মহানগরীতে অবৈধ ব্যাটারী চালিত রিকশা চলাচলে পরোক্ষভাবে সহযোগিতা করছে। আগামীতে এধরণের কর্মকাÐ রুখে দিতে আমরা আবারও উচ্চ আদালতের শরণাপন্ন হতে বাধ্য হব। তাই সময় থাকতে এ ধরণের অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহŸান জানাচ্ছি। সভায় আরও বক্তব্য রাখেন-মহানগরী রিকশা মালিক পরিষদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক তসলিম কোম্পানী, মোঃ করিম কোম্পানী, মোখলেচুর রহমান, সিটি রিকশা মালিক পরিষদের সদস্য মোঃ সোহাগ, মোঃ মহিবুল্লাহ, লিটন দাশ, মুহাম্মদ সোলায়মান প্রমুখ।

Leave a Reply