২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:২১/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৪:২১ পূর্বাহ্ণ

 মুক্তিযোদ্ধা এম. আবু ছালেহকে দেখতে গেলেন সাংবাদিক আবু সুফিয়ান

     

 

 

 

গণ পরিষদের সাবেক সদস্য, ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ এম. আবু. ছালেহকে গত ৩ জুলাই দুপুরে তার মোমিন রোড়স্থ বাসভবনে দেখতে গেলেন রুপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, দক্ষিণজেলা আওয়ামীলীগনেতা সাংবাদিক আবু সুফিয়ান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সহ সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দীন, সালাউদ্দীন লিটন প্রমুখ। এসময় সাবেক এম. এন. এ মুক্তিযোদ্ধা আবু ছালেহ দেশ যখন বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ে ষড়যন্ত্রকারীরা দেশের অগ্রযাত্রায় বাঁধা সৃষ্টিতে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে । তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী নেতৃত্বে ত্যাগী এবং যোগ্যনেতাদের মুল্যায়ন করতে হবে। নবীন- প্রবীণের সমন্বয়ে সুস্থ ও সৃষ্টিশীর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে। দলের নীতি নির্ধারকদের মিডিয়ায় অপ্রয়োজনীয় কথা না বলে সময়োপযোগী ও দেশের সার্থসংশ্লিষ্ট বিষয়ে সুন্দর মতামত উপস্থাপন করতে হবে। তিনি নতুন প্রজন্মের ছাত্রনেতৃত্বে গতিশীলতা আনার আহবান করেন। এসময় সাংবাদিক আবু সুফিয়ান বলেন বাংলাদেশ আওয়ামীলীগ এশিয়ার একটি বৃহত্তম রাজনৈতিক সংগঠন। আর বড় সংগঠন হিসেবে এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। কিন্তু তাই বলেই নেতৃত্ব দিতে গিয়ে আমরা যাতে কোন মতে দায়িত্ব এডিয়ে না যায়, নীতি নৈতিকতা যাতে হারিয়ে না ফেলি সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন আর এ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই সাধারণ মান্ষুকে সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকান্ডের সঠিক প্রচার প্রসার করতে হবে দলীয় প্রার্থী যেই হোক তার পক্ষে ব্যাপক জনসমর্থন সৃষ্টি করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা চলমান রাখতে হবে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply