২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী ফেলোশিপ পাচ্ছেন ৫৫ জন

     

 ঢাকা অফিস

২০২১-২২ অর্থবছরে বিভিন্ন খাতের মোট ৫৫ জন পাবেন প্রধানমন্ত্রীর ফেলোশিপ। ‘এসডিজি অর্জনের জন্য জনপ্রশাসনের সক্ষমতা জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ফেলোশিপ পাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে গত ২৯ জুলাই গেজেট জারি করা হয়।  গেজেটে বলা হয়, বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত মাস্টার্স কোর্সের ৪০ জন এবং পিএইচডি কোর্সের ১৫ জন প্রার্থী এই বৃত্তি পাবেন। এ জন্য প্রত্যেক আবেদনকারীকে প্রথমে তাঁদের নিজস্ব সক্ষমতা অনুসারে বিশ্বের ১০০টি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে ভর্তি হতে হবে।

ভর্তি নিশ্চিত হয়ে গেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) অধীনে বৃত্তির জন্য আবেদন করা যাবে।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply