৪ মে ২০২৪ / ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৩১/ শনিবার
মে ৪, ২০২৪ ৬:৩১ পূর্বাহ্ণ

মহাজাগতিক পথচলা নিয়ে প্রামাণ্যচিত্র -র প্রিমিয়ার শো এবং প্রকাশনা উৎসব

     

মহাজাগতিক পথচলা নিয়ে প্রামাণ্যচিত্র -র প্রিমিয়ার শো এবং প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই), বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে “আসিফের মহাজাগতিক পথচলা” প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শো এবং ডিভিডি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের পরিকল্পনায় এবং মাহবুবুল আলম তারুর গবেষণা ও পরিচালনায় বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্টের কর্মকাণ্ড ও আসিফের বিজ্ঞান বক্তৃতার ওপর নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্রটি।
বিকাল ৫.৩০-এ শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাংষ্কৃতিক মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এমপি।
উল্লেখ্য, ডিসকাশন প্রজেক্ট ১৯৯২ সাল থেকে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করে চলেছে বাংলাদেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। দীর্ঘ ২৪ বছর ধরে এই কাজটি তারা করে যাচ্ছেন। বিজ্ঞান বক্তৃতাগুলোর লক্ষ্য ছিল, সাধারণের কাছে বিজ্ঞানকে সহজ ও হৃদয়গ্রাহী করে তুলে ধরা।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply