২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৪৩/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

থিয়েটার সন্দীপনার প্রযোজনা যাত্রা নাটক ‘আসেন প্রভু বারেবারে’ এর মহড়া উদ্বোধন

     

থিয়েটার সন্দীপনা প্রযোজিত সাড়ে পাঁচ ঘন্টা সময় দৈঘ্যের যাত্রা নাটক “আসেন প্রভু বারেবারে” এর মহড়া উদ্বোধন অনুষ্ঠান ০১ অক্টোবর সকাল ১০টায় দলের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নাটকটিতে ৫০ জনের অধিক নাট্যকর্মী ও কলাকৌশলী অংশ নেন। সনাতন মিথ নির্ভর উপাখ্যানের গল্প অবলম্বনে রচিত নাটকটি নাট্যকার ও নির্দেশক ভাষ্কর ডি.কে.দাশ (মামুন) এর রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে। মহড়া উদ্বোধন করেন-নাট্যজন শেখ শওকত ইকবাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশিষ্ট শিক্ষাবিদ, এসপিআর সুনীল বিকাশ দাশ (এসপিআর), লায়ন দুলাল কান্তি বড়ুয়া, অধ্যাপক দিলীপ কান্তি দাশ (এসপিআর), লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম নবী, মোহাম্মদ হোসেন, প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, নাট্যজন সুচরিত চৌধুরী টিংকু, নাট্যজন তামরাজ উল আলম, নাট্যজন লালন দাশ। নাটকটির সেট, কস্টিউম, মেকাপে আছেন নাট্যকর্মী মেজবাউদ্দিন চৌধুরী, জাহানারা পারুল, এমরান হোসেন মিঠু। কোরিওগ্রাফিতে অমলেন্দু রাহা, শিল্পী সমীর চন্দ্র সেন, বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা। নাটকটির বিভিন্ন চরিত্রে ক‚শী-লব থাকবেন- সর্বনাট্যকর্মী মোঃ জাবের হোসেন, কে.কে. বাবুল, হুজুতুল্লাহ হিমু, মেজবাউদ্দিন চৌধুরী, জাহানারা পারুল, এমরান হোসেন মিঠু, শাহনাজ আহমেদ, আখেরুন নেছা দিনা, খন্দকার হাসান আরাফাত, মোঃ রাশেদ, বিথী সিংহ, শুকলা আচার্য্য, শান্তা সেন, রবিন চৌধুরী, সিনথিয়া তাবাস্সুম ঋতু, মিলন দাশ, কানাই দেব শুভ, খাদিজাতুল খুকী, ইমন চৌধুরী, আল হাসনাত সিহাব, সুস্মিতা সেন, মোস্তাকিম আহম্মদ রিমন, হরিপদ দত্ত, রাখাল চন্দ্র ঘোষ, হৈমন্তী দে হিমু, একরামুল হোসেন প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply