২৭ এপ্রিল ২০২৪ / ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৪৫/ শনিবার
এপ্রিল ২৭, ২০২৪ ৭:৪৫ পূর্বাহ্ণ

সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

     

চট্টগ্রামের ফুসফুস খ্যাত প্রাকৃতিক ঐতিহ্য সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন ও মাদার তেরেসা ফাউন্ডেশনের উদ্যোগে সিআরবি সাত রাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রধান সমন্বয়ক ও মানবাধিকার ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ এর পরিচালনায় এতে বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক, মানবাধিকার ও পরিবেশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। বক্তব্য রাখেন মানবাধিকার জেলা কমিটির সভাপতি হাজি জাহাঙ্গীর আলম চৌধুরী, কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোঃ আলমগীর, সহ- সভাপতি এস এম সাহাব উদ্দিন, চাটগাঁইয়া নওজোয়ান এর সাধারণ সম্পাদক মোঃ সিরাজ, রাজনীতিবিদ জসিমউদদীন চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ জয়নাল আবেদীন, নারীনেত্রী জয়া চৌধুরী, সৈয়দা সাহানা আরা বেগম, মানবাধিকার সংগঠক নুরে আলমগীর চৌধুরী, মোঃ নুর জামাল চৌধুরী, নুর নবী রাজু, ঝর্ণা আক্তার, আমেনা বেগম ডলি, মোহাম্মদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, যে কোন মূল্যে চট্টগ্রাম বাসি সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত প্রতিহত করবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply