২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৩৪/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৬:৩৪ অপরাহ্ণ

নওগাঁর পোরশায় বিভাগীয় কমিশনার কতৃক প্রধামন্ত্রী প্রদত্ত গৃহ পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ

     

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আশ্রয়ন প্রকল্প-২ এর ২য় পর্যায়ে নির্মিত গৃহ পরিদর্শন এবং সেখানে পুনর্বাসিত গরিবদের মাঝে খাদ্য সামগ্রী ও গাছের চারা বিতরণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক গৃহহীনদের প্রদত্ত উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুর (গোপালঞ্জে) এ নির্মিত গৃহগুলি পরিদর্শনে এসে শুক্রবার দুপুরে তিনি ওই খাদ্য সামগ্রী ও ফলদ গাছের চারা বিতরণ করেন। সরকারি সহায়তা হিসাবে সেখানে বসবাসরত ৬৭টি পরিবারের মাঝে প্রত্যেকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ প্যাকেট লাচ্চা সেমাই, ৫০গ্রাম গুড়া দুধ, গুড়া ঝাল ও হলুদ এবং দুটি করে ফলদ গাছের চারা প্রদান করেন। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। পরে তিনি আশ্রয়নে নির্মিত গৃহ গুলি পরিদর্শন এবং সেখানে বসবাসরত জনগণের সাথে তাদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন। এসময় তিনি ইউএনও নাজমুল হামিদ রেজাকে আশ্রয়নে পুনর্বাসিতদের অসুবিধা গুলি সমাধান করার জন্য বলেন। এছাড়াও তিনি সুন্দর ভাবে গৃহ নির্মাণ ও আশ্রয়নে সকল সুযোগ সুবিধা থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং একটি আম গাছের চারা রোপন করেন। অতিরীক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ধসঢ়; মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারি কমিশনার(ভুমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার এসময় উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply