২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ১০:১২/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ণ

নওগাঁয় দুইটি পৌরসভায় সুষ্ঠু ভাবে চলছে ভোট গ্রহন

     

 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর দুইটি পৌরসভায় চলছে সুষ্ঠু ভাবে ভোট গ্রহন। শনিবার সকাল ৮টা থেকে নওগাঁ পৌরসভা ও ধামইরহাট পৌরসভার ভোট গ্রহন শুরু হয়। মেয়র পদে দুই পৌরসভায় আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শীতের কারণে ভোটারদের উপস্থিত প্রথম দিকে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের সংখ্যা। তবে পুরুষ ভোটার থেকে নারীদের উপস্থিতি ছিল বেশি। নওগাঁ পৌরসভা মেয়র পদে পাঁচজন প্রার্থীরা হলেন- আওয়ামীলীগের নৌকা প্রতিকে নির্মল কৃষ্ণ সাহা, বিএনপির ধানের শীষ প্রতিকে নজমুল হক সনি, স্বতন্ত্র প্রার্থীর নারিকেল গাছ প্রতিকে ইকবাল শাহরিয়ার রাসেল, জাতীয় পাটি নাঙ্গল প্রতিকে ইফতারুল ইসলাম (বকুল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতিকে আতিকুর রহমান।

পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১ লক্ষ ১৬ হাজার ২৪০ জন। মোট ৪১টি ভোট কেন্দ্রে ৩৩২টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। যেখানে ৪১ জন প্রিজাইডিং অফিসার, ৩৩২ জন সহকারী প্রিজাইডং অফিসার এবং ৬৬৪ জন পোলিং এজেন্ট। নৌকা প্রতীকে মনোনীত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা বলেন, কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূন ভাবে ভোট হচ্ছে বলে তিনি জানান। অপরদিকে, ধামইরহাট পৌরসভায় তিনজন। মেয়র পদে আওয়ামীলীগের নৌকা প্রতীকে আমিনুর রহমান, বিএনপির ধানের শীষ প্রতীকে মাহবুবুর রহমান চৌধুরী চপল ও স্বতন্ত্র থেকে নারিকেল গাছ প্রতীকে অ্যাডভোকেট আইয়ুব হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৪০ জন। ব্যালটের মাধ্যমে ৩৮টি বুথে ও ৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। নয়জন প্রিজাইডিং অফিসার, ৩৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬ জন পোলিং এজেন্ট রয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূন্ন করতে চারস্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি কেন্দ্রে পাঁচজন পুলিশ সদস্যসহ আনসার বাহিনীর সদস্যরা থাকবেন। নওগাঁ পৌরসভার জন্য প্রায় ৬শ পুলিশ ফোর্স এবং ধামইরহাট পৌরসভার জন্য ২৫০ জন পুলিশ ফোর্স এর পাশাপাশি তিনটি কুইক রেসপন্স টিম থাকবে। এছাড়া ১৪ জন ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে সাদা পোষাকে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যরাও দায়িত্বে থাকবেন। চার প্লাটুন বিজিবি সদস্য এবং র‌্যাব সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply